টয়লেট পরিচালনা শিখতে বিদেশ যাবেন সরকারি কর্মকর্তারা

টয়লেট পরিচালনা শিখতে চীন যাচ্ছে সরকারি কর্মকর্তারা

স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা চীনে বিদেশ ভ্রমণে যাচ্ছেন নতুন পাঁচটি মোবাইল টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে। এ ভ্রমণের সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত সরকারি আদেশ (জিও) অনুযায়ী, সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন ২৭ অক্টোবর থেকে সাতদিনের জন্য চীন সফরে থাকবেন।

  • ঢালিউড ডিভা নুসরাত ফারিয়া’র গ্রেফতার রহস্য উন্মোচন!

    ঢালিউড ডিভা নুসরাত ফারিয়া’র গ্রেফতার রহস্য উন্মোচন!

    বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন নুসরাত ফারিয়া। সে সময় তাকে গ্রেপ্তার করায় শিল্পাঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন, সেই সঙ্গে ক্ষোভও। এর দুই দিন পর কারামুক্ত হন ফারিয়া। কারাগার থেকে বেরিয়ে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। সেই সঙ্গে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, গত

    আরও পড়ুন

  • একাধিক শাসক ক্ষমতাচ্যুত! কেন বিদ্রোহের আগাম বার্তা দিতে ব্যর্থ গোয়েন্দা সংস্থা?

    একাধিক শাসক ক্ষমতাচ্যুত! কেন বিদ্রোহের আগাম বার্তা দিতে ব্যর্থ গোয়েন্দা সংস্থা?

    নেপালের জেনজি বিদ্রোহ যখন আলোচনার তুঙ্গে তখন সামনে এসেছে কয়েকটি প্রশ্ন। উপমহাদেশে বিস্তর ক্ষমতা নিয়ে উড়তে থাকা নেতারা ধুপ করে পড়েছেন মাটিতে। ২০২২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কায় তখনকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করতে সময় লেগেছিল তিন মাস। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের দোর্দণ্ড প্রতাপশালী একনায়ক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সময় লাগে মাত্র ১৫ দিন। আর ২০২৫ সালের

    আরও পড়ুন

  • ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার, সন্ধান দিল যুক্তরাজ্যের পত্রিকা!

    ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার, সন্ধান দিল যুক্তরাজ্যের পত্রিকা!

    শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার (২৮ লাখ ৪৮ হাজার কোটি টাকা) অবৈধভাবে পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের খ্যাতনামা গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এফটির প্রামাণ্যচিত্র ‘Bangladesh’s Missing Billions, Stolen in Plain Sight’-এ এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রে বলা হয়, বিদেশে পাচার হওয়া টাকার

    আরও পড়ুন

সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা দায়িত্বের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশ নেবেন। তবে, প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে যে, কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদার বা উৎপাদক প্রতিষ্ঠানের ব্যয়ে বিদেশ ভ্রমণ অনৈতিক এবং স্বার্থসংঘাতের সৃষ্টি করে।

বিগত সময়ে সরকারের নির্দেশনা অমান্য করে বিদেশ সফরের ঘটনা নতুন নয়। স্থানীয় সরকার বিভাগ ছাড়াও বিদ্যুৎ, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), আইএমইডি এবং অন্যান্য সংস্থার প্রায় ৩৫ কর্মকর্তা ঠিকাদার বা উৎপাদক প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণ করেছেন।

এ ধরনের ভ্রমণ সাধারণত নতুন যন্ত্রপাতি, ট্রেইলার, চেইন ডেজার বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের অপারেশন ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ নাম ধরে অনুমোদন দেওয়া হয়।

সরকারের বিধিনিষেধ অনুযায়ী, জরুরি জাতীয় স্বার্থ ছাড়া কর্মকর্তারা একসঙ্গে বিদেশ ভ্রমণ করতে পারবেন না, আর কোনো ভ্রমণ সরকারি অর্থে হলে সেটি ন্যূনতম ও অপরিহার্য হতে হবে। কিন্তু বিভিন্ন আদেশে দেখা যায়, কর্মকর্তারা ঠিকাদার বা উৎপাদক প্রতিষ্ঠান কর্তৃক ব্যয় বহনের সুযোগে প্রশিক্ষণ, ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্ট বা পরিদর্শনের নামে বিদেশে যাচ্ছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমাতে নির্দেশনা থাকলেও এর ব্যত্যয় হচ্ছে। ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যয়ে ভ্রমণ অনৈতিক এবং কর্মকর্তাদের ওপর ওই প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য তৈরি করে। এতে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার দায়িত্বে প্রভাব পড়ে।’

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। এর ব্যত্যয় চাকরিবিধির পরিপন্থী।’

স্থানীয় সরকার বিভাগের এ ধরনের ভ্রমণ, বিশেষ করে মোবাইল টয়লেট ও অন্যান্য যন্ত্রপাতি পরিচালনা প্রশিক্ষণের নামে, সরকারের বিদেশ ভ্রমণ নীতির ব্যত্যয় এবং স্বার্থ সংঘাতের দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *